কম্পিউটারে কাজ করছেন ।হঠাৎ বিদ্যূৎ চলে গেছে ,আপনার সব ক্ষ্ট ব্যার্থ । না.....এই ব্লগটি আপনার জন্য ।

                            

আস-সালামুআলাইকুম।কেমন আছেন আশা করি ভাল অছেন । আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি পোস্ট নিয়ে ।
আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল Hibernate.
হাইবারনেট বলতে আমি যা বুঝি কম্পিউটার রানিং অব স্থায় সামান্য বিরতী দিয়ে ডাটা ঠিক রেখে আবার কাজ করা ।
কিভাবে:
আপনি এটা Windows,Ubuntu,linux  সবকটিতেই ব্যানহার ককরতে পারবেন । 



Windows 7
আপনি যদি windows 7 ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে নীচের ধাপ গুলো অনুসরণ করতে হতে পারে। ষ্টার্ট মেনুতে ক্লিক করে CMD Administrtaor মোডে অপেন করে
powercfg.exe /hibernate onলিখে এন্টার চাপুন ব্যাস আপনার কাজ শেষ এবার Exit করে বেরিয়ে আসুন। এবার পাওয়ার অপশনে দেখুন Hibernate নামে কোন অপশন পান কি না যদি পেয়ে থাকেন আপনার কপাল ভালো নতুবা আপনার মেশিনে ড্রাইভার গুলো একবার দেখে নিন, প্রয়োজন হলে আপডেট দিয়ে দিন।



Windows 8
আপনি যদি Windows 8, ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে প্রথমে ঝামেলা করে নিতে হবে যাতে আর জামেলা পোহাতে না হয় প্রথমে MY Computer এ গিয়ে ফাকা জায়গায় রাইট ক্লিক করে Properties এ যেতে হবে তারপরে বামপাশের নীচের দিকে see Also এর আন্ডারে Performance information And Tools এ যেতে হবে, তারপরে উপরের বাম দিকে adjust Power Settings এ যেতে হবে, তারপরে উপরের বাম দিক থেকে Chose Whats the power Buttons do নামক অপশনে যেতে হবে তার পরে Change settings that are currently unavailable অপশনে ক্লিক করে নীচের দিক থেকে Hibernate অপশনটা মার্ক করে দিন। এবার পাওয়ার অপশনে দেখেনতো Hibernate নামে কিছু দেখতে পান কি না? যদি পেয়ে থাকেন তাহলে আপনি সফল, নতুবা আবার চেষ্টা করে দেখতে হবে।

Ubuntu
আপনি ডেবিয়ানের যে কোন ডিষ্ট্রো ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে একটু পরিশ্রম করে টার্মিনালটা (CTRL+ALT+T) খুলতে হবে তারপরে লিখতে হবে
sudo pm-hibernate
তারপরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে।


ভিডিও এখানে দেখুন

আমাকে পাবেন ফেইসবুকে।
              ””””””ধন্যবাদ”””””
 

1 comments:

hello viewer welcom to my blogspot


EmoticonEmoticon