সিম রেজিষ্টেশন , জেনে নিন বিস্তারিত



আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার টেষ্ট পরীক্ষা চলমান, তার পরও সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন । 


 কেউ ভুল বুঝবেন না,শুধু সাবধানতার টিউন টি করছেন ।যাতে সবাই সাবধান হতে পারে ।

সামপ্রতিক সময়ে সময়ে অনেক পোষ্ট  দেখলাম , যে সফটওয়্যারের  মাধ্যমে সব  সিম রেজিষ্টেসন করুন , SMS এর মাধ্যমে সিম রেজিষ্টেসন করুন । এই রকম আর কত কি ।

 ভাল কথা,যারা এই রকম পোষ্ট  করেন ।করবেন,  যদি বাস্তবেই সব সিমের ক্ষেত্রে  এমন কিছু হয় । শুধু শুনলেন যে এই রকম ভাবে সিম রেজিষ্টেসন করা করবেন , বাস কোনো যাছাই বাছাই না করেই পোষ্ট করে ফেললেন । পোষ্ট  করবেন ,মানুষ কে জানাবেন । তার আগে নিজে অন্ত্যত একবার যাছাই করে দেখবেন না ।

সিম রেজিস্টেশন করার কথাই বলছি,

অনেক জায়গায় পোষ্ট  দেখে ফোন দিলাম গ্রামীনফোন কাষ্টমার কেয়ারে ,প্রথম বার তারা বলল, আইটিসি মন্ত্রনালয় থেকে তাদের এমন কোনো নোটিস পাঠানো হয় নি যে ,সিম রেজিষ্টেশন না করলে সেগুলো বন্ধ করে দিবে , আর এখন অনলাইনে বা SMS এর মাধ্যমে সিম রেজিষ্টেশনের কোনো র্কাযক্রম চালু নেই ,বলতে এই রকম কোনো কার্যক্রম চালু হয়নি ।

এর ভুলে যাওয়া প্যার্টান লক খুলোন নিজেই ।



আস-সালামুআলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । আপনারা ভাল থাকবেন এটাই আমাদের কাম্য । টেষ্ট পরীক্ষা চলমান তাই নিয়মিত অনলাইনে সময় দেওয়া হয় না । তার পরও সব সময় চেষ্টা করব ভাল কিছু শেয়ার করার ।  আজ আপনাদের জন্য দারুন একটি পোষ্ট নিয়ে এলাম । 


সাধারণত অনেক সময় আমারা আমাদের অ্যান্ড্রয়েড ফনের প্যার্টান লক ভুলে যাই । আবার অনেক সময় কেউ বার বার লক খুলার চেষ্টা করলে আমাদের প্যার্টান বা পাসওর্য়াড নষ্ট হয়ে যায় ।তখন আমরা পরি চরম বিপদে । কিন্তু এখন আপনি নিজেই এই সমস্যা সমাধান করতে পারবেন ।

অ্যান্ড্রয়েড ফোনের প্যার্টান লক ভুলে গেলে এটা দুই ভাবে খোলা যায় ।

  •       ইমেইলের মাধ্যমে।
  •       সিস্টেম রিবোট করার মাধ্যমে ।

ইমেইলের মাধ্যমে করতে হলে আপনাকে Forgotten password এ আপনার ইমেই এড্রেস দিতে হবে তবে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে এবং এই ইমেইল দিয়ে মোবাইলে লগিন করতে হবে ।

এখন দ্বিতীয় পদ্বতি :- এর জন্য আপনাকে সিষ্টেম রুবট করতে হবে । এটা বলে বুঝানো যাবে না । তাই এই ভিডিও টিউটিরিয়াল  টি মনযোগ দিয়ে দেখুন ।


ভিডিও টি ভাল লাগলে Subscriber করতে ভূলবেন না ।

মাত্র এক দিনে গুগল এডসেন্স পেলাম । আপনি ও পাবেন ।



আস-সালামু আলাইকুম।  কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার  পোষ্ট আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন। সামনে আমার টেষ্ট পরীক্ষা তাই সময় বের করা যায় না। তার পরও চেষ্টা করব আপনাদের সাথে ভাল কিছু শেয়ার করার।


গুগল এডসেন্স কে অনেকে সোনার হরিন বলে অবিহিত করেন ।আসলেই তাই ,তবে নিয়ম মেনে এপ্লাই করলে আপনিও পাবেন ।আমি আমার এই চ্যানেলে মাত্র একদিনে গুগল এডসেন্স পেয়েছি ।চাইলে অাপনারা দেখে আসতে পারেন ।


তবে এডসেন্স পাওয়ার জন্য কিছু  বাধ্যকতা আছে , আমি আমার অবিঞ্জতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি ।
এডসেন্স পাওয়ার জন্য কি কি করতে হবে ।

  •  প্রথমে আপনার অবশ্যই একটি ইউটুভ চ্যানেল থাকতে হবে ।
  • এখন কয়েকটি ইউনিক ভিডিও আপলোড করুন ।
  • সব কিছু ঠিক থাকলে সাধারণ নিয়মে এডসেন্স এর জন্য এপ্লাই করুন ।
  •  আশা করা যায় ১ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন (১-২ দিনে ও পেতে পারেন )।

তবে মনে রাখবেন এডসেন্স পাওয়া থেকে এডসেন্স ঠিকিয়ে রাখা অনেক কঠিন । তাই যা করবেন বুঝে করবেন ।এডসেন্স সর্ম্পেক যে কোনো প্রশ্ন এবং বিস্তারিত জানার জন্য এই গ্রুপে AdsenseDomainParking জয়েন করতে পারেন ।

Kategori

Kategori