এর ভুলে যাওয়া প্যার্টান লক খুলোন নিজেই ।



আস-সালামুআলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । আপনারা ভাল থাকবেন এটাই আমাদের কাম্য । টেষ্ট পরীক্ষা চলমান তাই নিয়মিত অনলাইনে সময় দেওয়া হয় না । তার পরও সব সময় চেষ্টা করব ভাল কিছু শেয়ার করার ।  আজ আপনাদের জন্য দারুন একটি পোষ্ট নিয়ে এলাম । 


সাধারণত অনেক সময় আমারা আমাদের অ্যান্ড্রয়েড ফনের প্যার্টান লক ভুলে যাই । আবার অনেক সময় কেউ বার বার লক খুলার চেষ্টা করলে আমাদের প্যার্টান বা পাসওর্য়াড নষ্ট হয়ে যায় ।তখন আমরা পরি চরম বিপদে । কিন্তু এখন আপনি নিজেই এই সমস্যা সমাধান করতে পারবেন ।

অ্যান্ড্রয়েড ফোনের প্যার্টান লক ভুলে গেলে এটা দুই ভাবে খোলা যায় ।

  •       ইমেইলের মাধ্যমে।
  •       সিস্টেম রিবোট করার মাধ্যমে ।

ইমেইলের মাধ্যমে করতে হলে আপনাকে Forgotten password এ আপনার ইমেই এড্রেস দিতে হবে তবে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে এবং এই ইমেইল দিয়ে মোবাইলে লগিন করতে হবে ।

এখন দ্বিতীয় পদ্বতি :- এর জন্য আপনাকে সিষ্টেম রুবট করতে হবে । এটা বলে বুঝানো যাবে না । তাই এই ভিডিও টিউটিরিয়াল  টি মনযোগ দিয়ে দেখুন ।


ভিডিও টি ভাল লাগলে Subscriber করতে ভূলবেন না ।

1 comments:


EmoticonEmoticon