بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আস সালামুআলাইকুম । কেমন আছেন আছেন সবাই ? আসা করি ভাল আছেন । আপনারা ভাল থাকবেন এটাই আমার চাওয়া । সামনে আমার টেষ্ট পরীক্ষা তাই ব্লগে সময় দেওয়া হয় না , তার পরও চেষ্টা করব আপনাদের সাথে কিছু শেয়ার করার । আজ আমি আপনাদের সাথে যে বিষয় টা আলোচনা করব সেটা হল আপনি চাইলেই আপনার একাউন্ট হ্যাক করার জন্য যে কাউকে চ্যালেঞ্জ করতে পারেন । কি থমকে গেছেন ?আপনাকে এভাবে চ্যালেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে আপনার একাউন্ট এর security তে কিছু পরিবর্তন করতে হবে । মানে আপনাকে আপনার একাউন্টের security বৃদ্ধি করতে হবে । চলুন দেখি আমরা কিভাবে আমাদের একাউন্টের security কে শক্তিশালী করব ।
- আপনার ফেইসবুকের পাসওয়ার্ড কমপক্ষে ১২ ডিজিট বা তার উপরে দিন ।
- পাসওয়ার্ডে “/*#=+”>< ইত্যাদি চিহ্ন রাখলে পাসওয়ার্ড আরো শক্তিশালী হয় । যা ডিস্কনারী এটাক প্রতিরোধ করতে সক্ষম ।
- ফেইসবুকে মোবাইল নাম্বারের পরিবর্তে ইমেইল আইডি ব্যাবহার করুন ।
- ইমেইল আইডিতে 2 step verification চালু করুন ।
- ফেইসবুকে মোবাইল verification চালু করুন ।
- ফেইসবুক security Question এড করুন ।
- ফেইসবুকে কোনো ধরনের Apps install করবেন না । করলে রিমুব করে দিন ।
- এবার setting এর security অপসন থেকে Text Message Login Notifications Enable করুন।>Email Login Notifications Enable করুন। >Login Approvals On Enable করুন।>Active Sessions সব Active Season সিলেক্ট করে Remove করুন।
- ফেইসবুক ব্যাতিত অন্য কোনো সাইটে ফেইসবুক আইডি দিয়ে Login করবেন না । কারন ওগুলো ফিসিং সাইট ।
- সাইবারক্যাফে বা অন্য কার কম্পিউটারে আপনার আইডি Login করবেন না ।
- ব্রাউজারে পাসওয়ার্ড save করে রাখবেন না ।
এখন আপনি একাউন্ট হ্যাক করার জন্য বাজি দরতে পারেন ।
কোনো সমস্যা হলে আমাকে ফেইসবুকে ইনবক্স করতে পারেন ।
EmoticonEmoticon